
প্রকাশিত: Mon, Jul 1, 2024 11:37 AM আপডেট: Wed, Apr 30, 2025 4:34 AM
[১]এমপিদের গাড়ি শুল্কমুক্ত ও কালো টাকা সাদা করার সুবিধা থাকছে [২]জিডিপি ৬.৭৫ ও মুদ্রাস্ফীতি ৬ শতাংশ নির্ধারণ করে বাজেট পাস
সালেহ্ বিপ্লব, মনিরুল ইসলাম: [৩] অনুমোদিত বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থায়ন তথা রাজস্ব আদায়। প্রস্তাবিত বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে মোট রাজস্ব প্রাপ্তি প্রাক্কলন করা হয়েছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা।
[৪] চলতি অর্থবছরের প্রথম দশ মাসে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ন্ত্রিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও প্রস্তাবিত বাজেটে এনবিআর নিয়ন্ত্রিত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৫০ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। এ লক্ষ্যমাত্রা হচ্ছে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। এছাড়া এনবিআর-বহির্ভূত কর আদায়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ১৫ হাজার কোটি টাকা এবং কর ব্যতীত প্রাপ্তির (এনটিআর) লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৬ হাজার কোটি টাকা।
[৫] বাজেটে অনুদান ব্যতীত সার্বিক ঘাটতি প্রাক্কলন করা হয়েছে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। এটি জিডিপি’র ৪ দশমিক ৬ শতাংশ। বাজেট ঘাটতি পূরণে নতুন বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে মোট ১ লাখ ৬০ হাজার ৯০০ কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে ১ লাখ ২৭ হাজার ২০০ কোটি টাকা ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
[৬] অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নীট ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা (দীর্ঘমেয়াদী ৭২,৬৮২ কোটি টাকা ও স্বল্পমেয়াদী ৬৪,৮১৮ কোটি টাকা) এবং ব্যাংক-বহির্ভূত খাতের মধ্যে সঞ্চয়পত্র খাত থেকে ১৫ হাজার ৪০০ কোটি টাকা ও অন্যান্য খাত থেকে ৮ হাজার কোটি টাকা ঋণ নেয়া হবে।
[৭] নতুন অর্থবছরে বৈদেশিক ঋণ পরিশোধের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৫০০ কোটি টাকা। সে হিসাবে প্রস্তাবিত বাজেটে নীট বৈদেশিক ঋণের লক্ষ্যমাত্রা হচ্ছে ৯০ হাজার ৭০০ কোটি টাকা।
[৮] অভ্যন্তরীণ ঋণের সুদ বাবদ ৯৩ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণের সুদ বাবদ ২০ হাজার ৫০ কোটি টাকা পরিশোধ করা হবে।
[৯] নতুন বাজেটে মোট পরিচালন ব্যয় ধরা হয়েছে ৫ লাখ ৬ হাজার ৯৭১ কোটি টাকা। পরিচালন এর মধ্যে আবর্তক ব্যয় ৪ লাখ ৬৮ হাজার ৯৮৩ কোটি টাকা এবং মূলধন ব্যয় ধরা হয়েছে ৩৭ হাজার ৯৮৯ কোটি টাকা।
[১০] বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি)-তে মোট বরাদ্দ রাখা হয়েছে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। এডিপি-বহির্ভূত বিশেষ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৬২৭ কোটি টাকা। এছাড়া বিভিন্ন স্কিমের বিপরীতে ৫ হাজার ৯৪৩ কোটি টাকা এবং কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (এডিপি-বহির্ভূত) ও স্থানান্তরে ২ হাজার ৮৮৪ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
[১১] বাজেট সফলভাবে বাস্তবায়ন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা ও ‘স্মার্ট বাংলাদেশ’ প্রতিষ্ঠার প্রত্যাশা নিয়ে রোববার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন?্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনের পর আজ ১ জুলাই থেকে নতুন এ বাজেট কার্যকর হবে।
[১২.১] রোববার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট পাসের জন্য নির্দিষ্টকরণ বিল, ২০২৪ সংসদে উপস্থাপন করেন। বাজেট পাসের প্রক্রিয়ায় একাধিক মন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে মোট ৫৯টি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন করেন।
[১২.২] এসব মঞ্জুরি দাবির যৌক্তিকতা নিয়ে বিরোধীদলের ৬ জন সংসদ সদস্য মোট ২৫১টি ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন। এর মধ্যে আইন ও বিচার বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় খাতে তিনটি মঞ্জুরি দাবিতে আনীত ছাঁটাই প্রস্তাবের ওপর স্বতন্ত্র ও বিরোধী দলের সদস্যরা আলোচনা করেন। পরবর্তীতে কণ্ঠভোটে ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হয়ে যায় এবং মঞ্জুরি দাবিগুলো পাস হয়।
[১২.৩] ছাঁটাই প্রস্তাবে আলোচনায় অংশ নেন জাতীয় পার্টির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, স্বতন্ত্র সদস্য হামিদুল হক খন্দকার, পংকজ নাথ, আবুল কালাম ও নাসের শাহরিয়ার জাহেদী।
[১২.৪] আলোচনা শেষে সংসদ সদস্যরা কণ্ঠভোটে নির্দিষ্টকরণ বিল-২০২৪ পাসের মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অনুমোদন করেন। বাজেট পাসের পর সংসদনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় নেতা জি এম কাদেরসহ উপস্থিত সকলে টেবিল চাপড়িয়ে স্বাগত জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
[১৩.১] গত ৬ জুন ‘টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা’ শীর্ষক স্লোগান সম্বলিত ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে পেশ করেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটের ওপর গত ১১ জুন থেকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, অন্যান্য দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা আলোচনায় অংশ নেন। প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও অর্থমন্ত্রীসহ ২৩৬ জন সংসদ সদস্য বক্তব্য রাখেন।
[১৩.২] শনিবার বাজেট আলোচনার সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ বাজেট বাস্তবায়নযোগ্য। আওয়ামী লীগ সরকার চ্যালেঞ্জ নিয়েই কাজ করে যাচ্ছে। সম্পাদনা: ইকবাল খান
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী

[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত

[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত

[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র

[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
